রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
প্রধানমন্ত্রী বরাবর ধর্মপাশা প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রী বরাবর ধর্মপাশা প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

মোফাজ্জল হোসেন হিরা, ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা: ধর্মপাশাসহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত ঘোষণার দাবিতে ধর্মপাশা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদেরসময় প্রতিনিধি সাজিদুল হক সাজু, প্রথমআলো প্রতিনিধি সালেহ আহমদ, দৈনিক সুনামকণ্ঠ প্রতিনিধি চয়ন কান্তি দাস, দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি তরিকুল ইসলাম পলাশ, দৈনিক সুনামগঞ্জের ডাক প্রতিনিধি এমএমএ রেজা পহেল ও সমকাল প্রতিনিধি এনামুল হক এনি প্রমূখ। স্মারকলিপিতে ৮টি দফা উল্লেখ্য করা হয়। দফাগুলো হচ্ছে, কৃষক ও কৃষিকে বাঁচাতে ক্ষতিগ্রস্ত ধর্মপাশা উপজেলাসহ সুনামগঞ্জ জেলাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করার যথাযথ উদ্যোগ নিতে হবে। হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বকেয়া কৃষি ঋণ মওকুফ করতে হবে। পাশাপাশি সহজ শর্তে নূন্যতম প্রত্যেক কৃষক পরিবারকে ৩০ হাজার টাকা করে কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এনজিও ঋণের কিস্তির টাকা উত্তোলন এক বছরের জন্য স্থগিত করার ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে বিশেষ ব্যবস্থায় গবাদিপশুর খাবারের ব্যবস্থা করতে হবে। এই উপজেলার প্রতিটি ইউনিয়নে নূন্যতম তিনজন করে ওএমএস ডিলার নিয়োগ করে স্বল্পমুল্যে চাল বিতরণের ব্যবস্থা করতে হবে। ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির সংখ্যা দ্বিগুন করতে হবে। আগামি বোরো ফসল ঘরে উঠার আগ পর্যন্ত এই কর্মসূচি চালু রাখতে হবে। অকাল বন্যার হাত থেকে হাওরের বোরো ফসল রক্ষায় নদ-নদী, খাল-বিল ও জলমহাল খনন করার যথাযথ নিতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন, পরীক্ষার ফি মওকুফ, খাতা-কলম ও পোশাক বাবদ সরকারিভাবে অর্থ প্রদান করার ব্যবস্থা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com