শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
কামরুল হাসান মুসা, জগন্নাথপুর উপজেলা সংবাদদাতা: হবিবপুর দারুল উলূম ইমদাদিয়া মাদরাসার সভা হলে মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুমিন জাহানপুরীর সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম আনহারের সঞ্চালনায় এক বিদায়ী সংবর্ধনাসভা অনুষ্টিত হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুস্তাকিম বিল্লাহ ও স্বাগত বক্তব্য উপস্থাপনা করেন মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা আতাউর রহমান। তাছাড়া বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে উপদেশ মুলক আলোচনা করেন মাওলানা কামরুল হাসান মূসা, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা সাঈদ আহমদ ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আব্দুন নুর। বক্তারা তাদের বক্তব্য বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে বলেন “ধর্ম, দেশ ও জাতির কল্যাণে সকলের কুরআন হাদীসের জ্ঞান অর্জন আবশ্যক। আমাদেরকে শিক্ষা অর্জন করে সমাজের সবধরণের সমস্যার সমাধান করতে হবে। আমরা তোমাদের উজ্জল ভবিষ্যত কামনা করি।” সংবর্ধনা সভায় মাদরাসার দ্বাদশ শ্রেণি ও হিফজ তাকমিল এর বিদায়ী ছাত্রদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন স্মৃতি উপহার তুলে দেন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুমিন জাহানপুরী। সবশেষে সভাতির নসীহত ও আখেরি মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।