রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার (জগন্নাথপুর): জগন্নাথপুর থানাধীন অলইতলী কাতিয়া গ্রামে গ্রীন অলইতলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইয়ং জেনারেশন ফেসবুক মিলন মেলা অনুষ্ঠিত হয়। রুশেল আহমেদের সঞ্চালনায়, লন্ডন প্রবাসী মিজানুর রহমান শামিমের সভাপতিত্বে আলোচনা শুরু হয়। আলোচ্য বিষয় ছিল পরিবেশ বান্ধব, বৃক্ষরোপণ। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক হাফিজ মাওলানা জিয়াউর রহমান। তিনি বলেন প্রত্যেকে নিজ অবস্থান থেকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং একটি গাছ লাগানোর জায়গা থাকলে সেখানে একটি বৃক্ষরোপণ করুন। গ্রীন অলইতলী ফাউন্ডেশনের সভাপতি লন্ডন প্রবাসী মিজানুর রহমান শামিম বলেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের কর্মসূচি গ্রামের খালি জায়গায় বৃক্ষরোপণ, গরীব অসহায়দের ফ্রি বৃক্ষ ও সবজি বিজ দেয়া, বাজার ও প্রতি পারায় পারায় ডাস্টবিন বসানো। আরো বক্তব্য রাখেন হাজি মখলিছ মিয়া, অলইতলী জামে মদজিদের ইমাম ও খতিব শেখ মোহা. ইমরান, তুহুর মিয়া, দুদু মিয়া, মাওলানা আবুল বাশার হামিদী, পারভেজ আহমেদ, অঞ্জু মিয়া প্রমুখগণ।