শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
মোঃ আবুল কালাম জাকারিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষনার দাবীতে জামালগঞ্জের নওয়াগাঁও বাজারে ইমাম-মোয়াজ্জিন পরিষদর আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসরের নামাজের পর নওয়াগাঁও বাজার জামে মসজিদ সংলগ্ন সুনামগঞ্জ-জামালগঞ্জের মুল রাস্থায় ইমাম-মোয়াজ্জিন ঐক্য পরিষদ’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলেম সাংবাদিক মোঃ আবুল কালাম জাকারিয়ার সঞ্চালনায় সভাপতিত্ত্ব করেন পরিষদ সভাপতি ও নওয়াগাঁও বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবুসাঈদ আব্দুল্লাহ। সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষনার দাবিতে একাত্ততা পোষন করে মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম, ওয়াহিদ আলী, আব্দুল আউয়াল, ডাঃ জালাল উদ্দিন, আয়ুবুর রহমান, সেলিম আহমদ, জহুর ইসলাম, আং মসব্বির। উক্ত পরিষদর উপদেষ্টা মাওঃ মুসলেহ উদ্দিন, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব আং রহিম, সিতারা মিয়া, ইলিয়াছ, কাজী বিলাল, মাওঃ ইলিয়াছ, হাঃ মাওঃ এনামুল হক, মৌঃ গিয়াস উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, সম্প্রতি আকস্মিক বন্যায় জামালগঞ্জ উপজেলা সহ সুনামগঞ্জ জেলার সকল হাওর পানিতে তলিয়ে যাওয়ায় সর্বশান্ত কৃষকের হাহাকার ও আহাজারিতে প্রকম্পিত হয়ে উঠছে হাওরের আকাশ। জেলার এক কোটিরও বেশী জনগোষ্ঠির জীবন-জীবিকা ধারণের জন্য খাদ্য-বন্ত্র, চিকিৎসাসহ সব ধরণের সহায়তার জন্য সরকারের কাছে আহ্বান জানান। জেলাকে দুর্গত এলাকা ঘোষনা করে সরকারী-বেসরকারী সকল ঋণ মওকুফের দাবী করেন। বক্তারা আরো বলেন, যতদিন পর্যন্ত এই দাবী পূরণ না করা হবে ততদিন পর্যন্ত জেলার সকল কৃষকদের নিয়ে এই দাবী আদায়ে সভা-সমাবেশ, মানববন্ধন চলবে। পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসি কমিটির বিচারের দাবী জানানো হয়। অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের ভ্রাম্যমান আদালত অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।