বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
কেএম তাহমিদ হাসান, দক্ষিণ সুরমা (সিলেট) উপজেলা সংবাদদাতা: বাংলাদেশের ঐতিহ্যবাহী আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার ১৪৩৮হিজরী মোতাবেক ২০১৭ইং সনের দাওরায়ে হাদীস ও হিফজ সমাপনকারীদের সমমানে আজ দুপুর ২টা থেকে স্থানিয় মোগলাবাজার আরিজা প্লাজার হলরুমে ছাত্র জমিয়ত বাংলাদেশ রেঙ্গা আঞ্চলিক শাখার উদ্দোগে এক বিশাল সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি হাফিজ শিহাব আহমদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আবু সাঈদ ও সাংগঠনিক সম্পাদক তায়েফ আহমদ-এর যৌথ পরিচালনায় এবং ছাত্র জমিয়ত কর্মি হাফিজ মিনহাজুর রহমান ওলির পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওলানা শরীফ আহমদ শাহান। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রিয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল হামীদ খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা খালিদ আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা হাফিজ আব্দুল কাদির। বক্তব্য রাখেন ছাত্র জমিয়তেরর কেন্দ্রিয় সহ-সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা মতিউর রহমান, মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা তৈয়বুর রহমান, সিলেট জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মাওলানা ইয়াহয়া হামিদী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক কে এম তাহমিদ হাসান, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাফিজ রেজাউর রহমান রেজা, রেঙ্গা আঞ্চলিক শাখা সিনিয়র সহ-সভাপতি শামিম আহমদ, তোফায়েল আহমদ কামরান, সাবেক সেক্রেটারি হাফিজ আবু বকর মাশহুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আশরাফ আলি, হাফিজ জাকির আহমদ, রশীদ আহমদ, মুখতার বিন সিরাজ, ইউসুফ আহমদ, আহমদ হাবীব শাকির, লুৎফুর রহমান, হাফিজ আল আমীন জাহাঙ্গির, শিব্বির আহমদ শাহ আলম, কে এম ইবরাহীম খলিল প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের হাত দিয়ে জামেয়া রেঙ্গা মাদ্রাসার দাওরায়ে হাদীস ও হিফজ সমাপনকারী মোট ৯৬ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে শাখা সভাপতি হাফিজ শিহাব আহমদের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভার সমাপ্তি ঘোষনা করা হয়।