বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বাজেট সভায় জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া ১ কোটি ৭২ লক্ষ ৭৫ হাজার ৩৯১ টাকার বাজেট ঘোষণা করেন। যা গত ২০১৬-১৭ অর্থবছরে ছিল ১ কোটি ৫৭ লক্ষ ৬৯ হাজার ৪৯৭ টাকা। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৭৫ হাজার টাকা। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি)’র সহযোগিতায়, জয়কলস ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়ার সভাপতিত্বে, ইউপি সচিব আব্দুর রকিবের পরিচালনায় উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, ইউপি সদস্য আশরাফ আলী, মছকু মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল বাতিন, সুজন দাস, সুনু দেব, পুষ্প বেগম, হোসনারা বেগম, সমাজসেবী আবুল হোসেন, মাফিকুল ইসলাম, আব্দুল খালেক, নূরুল হক, মহিম উদ্দিন মহিম প্রমূখ।