রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ থেকে সামিউল কবির: একজন মানুষ নাকি ৩,৩৩৩ রকমের স্বপ্ন দেখতে পারে। কে যেন বলেছিলেন কথাটা। তবে অতটা নয়, মাত্র একটা স্বপ্ন দেখে সুমি। মানুষ যেমন তার স্বপ্নের সমান বড় কথাটি সুমির কাছে আজ বড্ড বেরসিক মনে হচ্ছে! পুরো নাম সুমি আক্তার, বয়স মাত্র ১৬, পিতা সাহার উদ্দিন, মাতা সাফিয়া খাতুন, গ্রাম-ব্রাম্মনগাও, পাগলা বাজার, দক্ষিন সুনামগঞ্জ। সে পাগলা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। বেশি বড় নয়-শুধুমাত্র সে বাঁচার স্বপ্ন দেখে, আর লেখাপড়া শিখে সে মানুষের মতো মানুষ হতে চায়, সে দাড়াতে চায় গরীব মানুষের পাশে। কিন্তু তার এই স্বপ্নটা আজ ফিকে হয়ে যেতে বসেছে! কারন সে প্রাণঘাতী ব্রেন টিউমারে আক্রান্ত। তাই তো বলি যে মেয়ের এখন বান্ধবীদের সাথে গল্প করার কথা, ক্লাসে বসে পাটিগণিত আর জ্যামিতি নিয়ে আঁকিবুকি করার কথা। অকালে ভেসে আসা পানির কলকল ধ্বনি শুনার কথা, সবুজ ঘাসফুল দেখে মুখে হাত দিয়ে বিস্মৃত হওয়ার কথা সে আজ সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে শুয়ে ব্রেন টিউমারের সাথে যুদ্ধ করছে বাঁচার আঁকুতি নিয়ে। সুমিরা তিন বোন এক ভাই, সুমিই পরিবারের বড় সন্তান হওয়ায়.. দরিদ্র বাবা মার আজ বড় কষ্টটাই হচ্ছে তার এই অসুস্থতা নিয়ে। যা তার সহায় সম্বলহীন বাবা নিজের সবটুকু দিয়ে মেয়ের চিকিৎসা করাবার ক্ষমতা কতুটুকুই বা রাখেন? ডাক্তার জানিয়েছেন অতি দ্রুত তাকে অপারেশন করাতে হবে। এজন্য লাগবে অনেক টাকা, যা তার বাবার পক্ষে দেওয়া কোন ক্রমেই সম্ভব নয়। অকাল বন্যায় যেখানে হাওর পাড়ের মানুষের বাঁচাটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেখানে মেয়ের অপারেশনের টাকার যোগান দেয়া তার বাবার পক্ষে বহন করা প্রায় অসম্ভব। এদেশে প্রায় আঠারো কোটি মানুষ। আমাদের এলাকায় প্রায় তিন লাখ। প্রত্যেকে যদি ১টাকা করে দেন, তাহলে কতটাকা হবে? আমাদের সকলের মহৎ উদ্যেগেই পারে এই মেধাবী ছাত্রীটিকে বাঁচাতে।
এদিকে সুত্র জানায় পাগলার একটি সামাজিক সংগঠন তার চিকিৎসা সেবায় এগিয় এসেছে, ইতিমধ্যে সংগঠনটি তার চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর স্বাক্ষরিত একটি ডিও লেটার সংগ্রহ করেছে। আমাদের আশা আর বিশ্বাস হোক এমন সুমি আবারো তার ক্লাস আর সহপাঠীর মাঝে ফিরে আসবে, নীল আকাশ দেখবে, সবুজ ঘাসফুল দেখবে, নদীর বয়ে যাওয়া কলকল ধ্বনি শুনতে পারবে, আমরা আবারো তাকে রাতের আকাশে তারার মেলা দেখাতে পারব আর বলব ঐ চাঁদটি হচ্ছিস তুই আর বাকি সবগুলো তাঁরা হচ্ছে সমাজের হৃদয়বান মানুষগুলো যারা তোর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে। যাদের প্রচেষ্টা আন্তরিকতায় তুমি আবার নতুন জীবন ফিরে ফেলে। সুমিকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ শাহীন ট্রেডার্স, পাগলা বাজার মোবা. ০১৭৬৫০৮১৬৩১ (বিকাশ), সঞ্চয়ী হিসাব নাম্বারঃ ৪২৫৮, পূবালী ব্যাংক, পাগলা বাজার শাখা।