শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সদ্য প্রকাশিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ি দাখিল পরীক্ষায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মাদরাসায় ভাল ফলাফল অর্জন করেছে। এরমধ্যে উপজেলার সৈয়দপুর আলিয়া মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেয়া ৫৯ জনের মধ্যে মোট ৫৬ জন পরীক্ষায় পাশ করেছেন। পাসের হার ৯৬ দশমিক ৫৫ শতাংশ। সূত্র জানায়, বাংলাদেশ মাদরাসা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৬ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে এ গ্রেড পেয়েছে ২৩ জন, এ মাইনাস পেয়েছে ২৬ জন, সি গ্রেড পেয়েছে ৬ জন এবং ডি গ্রেড পেয়েছে ১ জন।
উল্লেখ্য, সিলেট বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ বিশিষ্ট গবেষক সৈয়দ রেজওয়ান আহমদের তত্ত্বাবধানে সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদরাসা বরাবরই পরীক্ষায় ভালো ফলাফল পেয়ে আসছে।