রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ থেকে সামিউল কবির: উদীচী শিল্পীগোষ্টি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সংগঠনটির অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জ বাজারে ৫ই মে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, দার্শনিক ও অর্থনীতিবিদ কাল মার্কসের ১৯৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। উদীচী শিল্পীগোষ্টি উপজেলা শাখার সভাপতি শ্যামল দেব-এর সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক দোলন দেবনাথ-এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য কেডি নাথন, কোষাধ্যক্ষ জয়ন্ত দেবনাথ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী শাহাজান মিয়া, কবি সাংবাদিক শামস শামীম, প্রভাষক নীহার তালুকদার, গবেষক ও প্রফেসার এনামুল কবির এবং কবি ইকবাল কাগজী। বিশেষ অথিতির বক্তব্যে গবেষক প্রফেসার এনামুল কবির বলেন, কার্ল মার্ক্সকে নিয়ে শুধু তার জন্মমৃত্যু দিবসকে নিয়ে আলোচনা করে যদি আমরা ক্ষান্ত থাকি তবে চলবে না, আমরা শুধু তার কীর্তিকলাপ নিয়েও আলোচনা করি তবে তবুও আমরা তাকে বা তার দর্শন নিয়ে আলোচনা করলেই চলবে না, তাহলে আমরা তাকে নিয়ে বা এই ধরণের আজন্ম বিপ্লবীদের নিয়ে আলোচনা করতে গেলে কী নিয়ে আলোচনা করব? আমাদের কার্ল মার্ক্সকে নিয়ে আলোচনা করতে হবে বিপ্লব বা সংগ্রামের লাইনের সঠিক দৃষ্টিভঙ্গি আয়ত্ত করার জন্য। প্রধান অথিতির বক্তব্যে কবি ইকবাল কাগজী বলেন, শুধুমাত্র আমরা তার জন্মমৃত্যুর তারিখ বা কোনদিন তিনি কোন বই লিখেছেন বা কী কাজ করেছেন বা কী ভালো ভালো কথা বলেছেন কী ভালো ভালো কাজ করেছেন তার আদ্যপান্ত মুখস্থ করে তা দর্শক শ্রোতাদের কাছে বলে তার জন্মমৃত্যু দিবস পালন করে আমাদের ক্ষান্ত বা সন্তুষ্ট থাকলে হবেনা। বরঞ্চ তিনি তার সময়ে বিপ্লবী কাজ করার সময় বিপ্লবের তাত্ত্বিক কী দিশা প্রদান করেছিলেন এবং তা সমসাময়িক সময়ের প্রেক্ষিতে সঠিক ছিলো কিনা বা তিনি সংগ্রামের লাইন সম্পর্কে কী তাত্ত্বিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রদান করেছিলেন তা নিয়ে আমরা আলোচনা করবো এবং বর্তমান সময়ে সেই তত্ত্বের দৃষ্টিভঙ্গির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করলেই তবে আমাদের কার্ল মার্ক্সকে নিয়ে আলোচনা সার্থক হবে। পরে উদীচী শিল্পীগোষ্টির সভাপতি শ্যামল দেব-এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।