সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকের কালারুকা ইউনিয়নবাসির প্রতিবাদ সভা মঙ্গলবার (৯ মে) হাসনাবাদ বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সদস্যদের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার হাজি আব্দুল করিম, আশিকুর রহমান আশিক, আব্দুল করিম, জহরলাল দাস, আব্দুল আউয়াল, হাজি মুহিবুর রহমান, মুহিবুল হক, হাজি শিরাই মিয়া, হাজি কবির মিয়া, হাজি আশিক মিয়া, হাজি কদরুল ইসলাম, এখলাছুর রহমান মেম্বার, লুৎফুর রহমান মানিক মেম্বার, মামুন আহমদ মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, নজরুল ইসলাম, আফতাব উদ্দিন, সামছুর রহমান সাজন, হাজি বদরুল করিম, হাজি আব্দুল কবির, আরশ আলী, মাস্টার নুরুল আমিন, জামাল উদ্দিন, এইচ এম বখতিয়া, কামরুল ইসলাম, ইউপি সদস্য সদরুল ইসলাম, আকল মিয়া, ফখর উদ্দিন, কবির আহমদ, ফজলু মিয়া, সালেহ আহমদ প্রমুখ। পরে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সাবেক চেয়ারম্যান নজরুল হককে প্রধান করে ২৭ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়। সভায় মেম্বারগণ তাদের বক্তব্যে চেয়ারম্যান অদুদ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরেন। চেয়ারম্যান একক ক্ষমতাবলে ২৯ এপ্রিল বাজেট পেশ, ২০ এপ্রিল ও ৭ মে মেম্বারদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ সদস্যদের অনেক উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত রাখার অভিযোগ করা হয়। এছাড়া নিরাপদে ইউনিয়ন পরিষদে যেতে এবং এলাকার উন্নয়নে অবদান রাখতে এলাকাবাসির সহযোগিত কামনা করেন তারা।