বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: দরিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)’-এর সোশ্যাল মার্কেটিং অফ সেইপ শীর্ষক পায়াকট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে ও সেইপ’র সোশ্যাল মার্কেটিং অফিসার খুরশিদ আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেইপ’র সোশ্যাল মার্কেটিং কনসালটেন্ট শাখাওয়াত হোসেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুবিনা বেগম, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশুক রঞ্জন পুরকায়স্থ, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ভূঁইয়া, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, রোরাল ডেভেলপমেন্ট এন্ড হেলথ সেন্টারের পরিচালক রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসের হেলালুজ্জামান, সমবায় অফিসের পরিদর্শক একে এম জালাল উদ্দিন, আব্দল মজিদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জিয়াউর রহমান প্রমূখ।