শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জ জেলাসহ ক্ষতিগ্রস্থ হাওর এলাকাকে দূর্গত ঘোষণা করার দাবিতে জামালগঞ্জ উপজেলার বেহেলী বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঐক্য ন্যাপ’র আয়োজনে ও কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সহযোগিতায় এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সভাপতি মোঃ গোল আহম্মদ। সংগঠনের সাধারণ সম্পাদক আলী আমজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মোনায়েম মেহেরুন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষক সমিতির আহ্বায়ক শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও সংগঠনের সদস্য মোঃ আবু তাহের তালুকদার, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, অঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্যা মনেছা বেগম, ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক আব্দুল শহীদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথি পঙ্কজ ভট্টাচার্য বলেন, দূর্গত হাওরবাসির পাশে আছি ঐক্য ন্যাপ, সুনামগঞ্জ জেলাসহ ক্ষতিগ্রস্ত হাওর এলাকাকে দূর্গত এলাকা ঘোষণা কর, সরকারি-বেসরকারি সকল প্রকার ঋণ মওকুফ ও হাওরে অবাধে মাছ ধরার সুযোগ নিশ্চিত কর, ক্ষতিগ্রস্ত এলাকায় পূর্ণ রেশন ব্যবস্থা কর, হাওর এলাকায় প্রতিটি এলাকায় হাওর কমিটি করেন, হাওরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হাওরকে বাঁচাও বাংলাদেশকে বাঁচাও, হাওরবাসিকে চাল, ডাল, আলু, তেল, লবণসহ সব কিছু দিতে হবে। মানুষকে বাঁচাতে সরকারের দায়িত্ব, এটা মানুষের অধিকার। পরে হাওরবাসি অসহায় ২শত ২০ জন কৃষকদের মাঝে চাল, আলু ও লবণ বিতরণ করা হয়।