শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সদস্য উপজেলার সুলতানপুর গ্রামের আজির উদ্দিন দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাকে বিভিন্ন ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার উদ্যোগে চিকিৎসা বাবত নগদ ৩৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকাল ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার কার্যালয়ে শান্তিগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল কাহারের সভাপতিত্বে ও সহ-সভাপতি অজুদ মিয়ার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পাগলা ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সভাপতি রহমত আলী, সাংগঠনিক স¤পাদক আমির হুসেন, নিলপুর ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সভাপতি মিজানুর রহমান, সাধারণ স¤পাদক আব্দুল হাই, কাঠইর ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ আমির আলী, শান্তিগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সাধারণ স¤পাদক আবুল কালাম, কোষাধ্যক্ষ আজাদ মিয়া, দপ্তর স¤পাদক অধীর দাস, প্রচার স¤পাদক সাইফুল ইসলাম সেজু, সদস্য আব্দুল ছোবহান প্রমূখ।
এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত আজির উদ্দিনের চিকিৎসার জন্য শান্তিগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষে ২০ হাজার, নিলপুর ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষে ২ হাজার, কাঠইর ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষে ১ হাজার, দোয়ারাবাজার ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষে ২ হাজার, সুনামগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষে ২ হাজার, বিএসআরএম কো¤পানীর পক্ষে ৫ হাজার, পাগলা ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ৩ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য. গত ২ মার্চ বৃহ¯পতিবার সকাল ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের ফয়জুল হকের ২য় তলার ছাদে রড বাঁধার কাজ করার সময় ছাদের উপরে পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন শান্তিগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সদস্য সুলতানপুর গ্রামের আজির উদ্দিন। পরে থাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার জানিয়েছে তার মেরুদন্ড ভেঙ্গে গেছে ও খাদ্য নালি ছিড়ে গেছে। বর্তমানে আহত আজির উদ্দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৩য় তলায় ১১নং ওয়ার্ডের ৬নং সিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।