শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
কে এম তাহমীদ হাসান, দক্ষিণ সুরমা থেকে: সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীণ সতীঘর নামক স্থানে এই মর্মান্তিক ট্রেন দূর্ঘটনা ঘটে। জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার মোগলাবাজার থানার সতীঘর বায়তুল মুহতারাম জামে মসজিদের সামেন সিলেট-ঢাকা-চট্টগ্রাম রোডের একটি ট্রেন এই কান্ড ঘটায়। ঘটনাস্থলেই মারা যান উক্ত মসজিদের ইমাম ও সতীঘর গ্রামের বাসিন্দা মাওলানা জাবেদ আহমদ (২৫)। নিহত ইমাম ২০১৪ সালে জামেয়া মাদানীয়া কাজিরবাজার মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস (মাষ্টার্স) সমাপন করে ইমামতির সাথে জড়িয়ে পড়েন। পাশাপাশি তিনি মোগলাবাজার ইউ/পির ৪নং ওয়ার্ড যুব জমিয়তের সভাপতির দায়িত্বেও ছিলেন। টগবগে এই যুবকের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে। মাওলানা জাবেদ আহমদ-এর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও তার আত্ব্যার মাগফিরাত কামনা করেছেন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত দক্ষিণ সুরমা উপজেলার নেতৃবৃন্দ।