রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
মোঃ আবুল কালাম জাকারিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ইসলামি ফাউন্ডেশনের আওতায় ঢাকা ইসলামি ভিশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভীমখালী ইউনিয়নের আটগাঁও মাহমুদপুর মাদ্রাসায় দিনব্যাপি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। হাওর এলাকার ক্ষতিগ্রস্ত ৮১৩ জন কৃষকদের মধ্যে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. খাইরুল ইসলাম, মেডিকেল এসিস্টেন্ট মোকারম হোসেন, আব্দুল বারী, সুনামগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের মাস্টার টেইনার মাওলানা আশরাফ উদ্দিন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদার, আনোয়ার হোসেন, মাহমুদপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মনিরুজ্জামান, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক, ইউসুফ আলী প্রমূখ।