রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জে আইএইচডি’র আয়োজনে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় জাতীয় বাজেট উপস্থাপনপূর্ব আলোচনা শিক্ষায় কাম্য অর্থায়ন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার আব্দুল মজিদ কলেজের হল রুমে কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ নূর হোসেনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মজিদ কলেজের প্রভাষক নিহার রঞ্জন তালুকদার। সভায় আরও বক্তব্য রাখেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শচিন্দ্র চন্দ্র সরকার, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, প্রভাষক জাফর আলী, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তী, ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুকশানা বেগম, পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জয় তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ প্রমূখ।