বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা পরিষদের কোটি টাকার বাজেট পেশ

জগন্নাথপুর উপজেলা পরিষদের কোটি টাকার বাজেট পেশ

মিজান আহমদ, পাইলগাঁও (জগন্নাথপুর) ইউনিয়ন সংবাদদাতাসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের ২০১৭-২০১৮ সালের ১ কোটি ১১ লাখ ৩ হাজার ৪শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জাপার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু প্রমুখ।

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭৩ লাখ ১৭ হাজার টাকা ও রাজস্ব ব্যায় ধরা হয়েছে ৫৪ লাখ ১৮ হাজার টাকা। উদ্বৃত ১৮ লাখ ৪ হাজার টাকা। বাজেট পেশ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেন, জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা জনকল্যাণে কাজ করতে জনকল্যাণমুলক বাজেট পেশ করেছি। আশা করি সকলের সার্বিক সহযোগীতায় বাজেট বাস্তবায়নের মাধ্যমে জগন্নাথপুর উপজেলাকে অগ্রসর আধুনিক উপজেলায় রূপান্তরিত করতে পারব। তিনি বলেন, জগন্নাথপুর একটি ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ উপজেলা। এ উপজেলায় শিক্ষায় পিছিয়ে পড়াসহ নানা সংকট দুর করে আমাদেরকে অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তিনি এ ব্যাপারে সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com