রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
মিজান আহমদ, পাইলগাঁও (জগন্নাথপুর) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে হুমকির মুখে পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্রিজ। ভাঙনে হুমকির মুখে পড়েছে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্রিজ। যে কোনো সময় ভেঙে বিলীন হয়ে যেতে পারে সড়কটি। কুশিয়ারা নদীর পানি ঢুকে গ্রামের ভিতরের দিকে এসে উত্তাল বেগে পানি নিষ্কাশন হচ্ছে। কুশিয়ারা নদীর পানি ঢুকে কাতিয়া ও অলৈতলী গ্রামের নিচু জায়গায় অনেক ঘর বাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। ভাঙনে সড়কটির অর্ধেক অংশ ভেঙে গেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষারর্থী ও গ্রামের শত শত মানুষ চলাচল করেন। ঝুঁকির মধ্য চলাচল করে আসছে যানবাহন, যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে অতি দ্রুত সংস্কার করার জন্য উপজেলার পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।