বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ফসলহারা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জনতা ব্যাংকের আর্থিক সহায়তায় নগদ ২ হাজার টাকা করে উপজেলার ৮টি ইউনিয়নের ৫শ জন লোকের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির ও সভাপতিত্বে ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এ সময় বক্তব্য রাখেন জনতা ব্যাংক লি.-এর সিইও এন্ড এমডি আব্দুস সালাম, ডিজিএম প্রধান কার্যালয় মিজানুর রহমান, ডিজিএম (সিলেট এরিয়া) হেলাল উদ্দিন, ডিজিএম আব্দুল ওয়াদুদ, ডিজিএম সুনামগঞ্জ নজরুল ইসলাম মজুমদার, এজিএম সন্ধিপ কুমার রায়, জেনারেল ম্যানেজার সিলেট রিয়াজুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ। এছাড়াও মন্ত্রী জনতা ব্যাংক প্রদত্ত ৪শ ছাতা দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।