আমার সুরমা ডটকম: খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রমাজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৮ জুন (২২ রমজান) রবিবার বিকাল ৫টা ৩০মিনিটের সময় গোলাপগঞ্জ চৌমুহনীস্থ বাদশাহ রেস্টুরেন্টে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাষ্টার নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক ও সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মদ ফজর আলী।
সাধারণ সম্পাদক হা. মাওলানা আব্দুস সালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এইচ এম খালেদ আহমদ, শ্রমিক মজলিস সিলেট জেলা সহ সভাপতি ও খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ সভাপতি আমিনুল ইসলাম আমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, বায়তুলমাল সম্পাদক জসিম বিন ফয়জু, ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সভাপতি আল আনহার হামিদ, গোলাপগঞ্জ পৌর শাখা সভাপতি মোঃ রুহুল আমীন, মুহাম্মদ শাহনুর আহমদ, মঞ্জর আহমদ, মাওলানা এনাম উদ্দিন, মাওলানা রশিদ আহমদ, মাওলানা আব্দুন নুর, মাওলানা শফি আহমদ সেলিম, মাওলানা বিলাল আহমদ, মাওলানা কাওছার হামিদ কয়েছ, ছাত্রনেতা সাইফুর রহমান ছয়েফ, সরদার জাহিদ অপু, মারুফ আহমদ প্রমুখ।