মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে রবিবার কমিউনিটি পুলিশিং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সদর মডেল থানার ওসি মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে থানা চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভায় হাফেজ মোঃ আবদুল বাশারের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মোঃ হাবিবুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার হাজি মোঃ নুরুল মোমেন, কমিনিটি পুলিশিং জেলা সভাপতি নুরুর রব চৌধুরী, ইউপি চেয়ারম্যান নুরুল হক, নারী ইউপি সদস্য জাকেরা বেগম, অব: শিক্ষক নুর ইসলাম, গ্রাম পুলিশ সদস্য ইশাক আলী প্রমুখ।