রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের কর্তৃক উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ২টায় উজানীগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে শাখা সভাপতি মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও শাখার প্রধান ক্বারী মতিউর রহমানের পরিচালনায় বিদায় ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উজানীগাঁও জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা রশিদ আহমদ, শাখা সহ-সভাপতি সৈয়দ আহমদ, শাখা নাজিম (সেক্রেটারী) ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, সদস্য মনির উদ্দীন, মহিম উদ্দীন মহিম, শফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট মুরুব্বী শাখা উপদেষ্টা মোঃ আলা উদ্দীন, শাখা সহকারি ক্বারী হাবিবুর রহমান, ক্বারী সাইফুল্লাহ মুনির, ক্বারী সামছুদ্দীন, ক্বারী হাফিজ মারুফ আহমদ প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা বিদায়ী অনুষ্ঠানে শাখা কেন্দ্রের ছাত্র/ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।