শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ফের আন্দোলনে নেমেছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ ফোরামের শিক্ষকেরা। আন্দোলনের অংশ হিসাবে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম জানান, ‘ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পদত্যাগ করার কথা দিয়েও তিনি কথা রাখেননি।’ সরকারের কাছে জোর দাবি জানিয়ে তিনি বলেন,‘এই অযোগ্য ভিসিকে এখান থেকে সরিয়ে নতুন একজন যোগ্য ভিসির নিয়োগ দিন। আর এ ভিসি পদত্যাগ না করলে আমরা আরো কঠোর কর্মসূচি দেব। ’ জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, ‘যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
প্রসঙ্গত, ভিসির বিরুদ্ধে বিভিন্ন নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ ফোরামের শিক্ষকেরা। আন্দোলনের অংশ হিসেবে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক জাফর ইকবাল সহ ৩৫ জন শিক্ষক। এ আন্দোলনের প্রেক্ষিতে বিশ^বিদ্যালয়ের সৃষ্ট পরিস্থিতি নিরাসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনকারী শিক্ষক এবং ভিসির সাথে গত ২৩ এবং ২৪ জুলাই পৃথক পৃথক বৈঠক করেন।