শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: প্রতিটি গ্রামে বিদ্যুৎতায়নের ব্যবস্থা করা হবে, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার এই সরকারের আমলে হাওরাঞ্চল ও সমগ্র দেশ উন্নয়ন করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন একথা বলেন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৩টি গ্রামে বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি উপজেলার ফেনারবাক ইউনিয়নের সুজাতপুর গ্রাম ও একই ইউনিয়নের শান্তিপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার ও মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানাজার মোঃ মোকেমুল হাকিম, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আশরাফুজ্জামান, আসাদ আল আজাদ, আবুল কালাম সরকার, মলি হোসেন, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, জেলা যুবলীগ সদস্য আবুল আজাদ, জামালগঞ্জ যুবলীগ আহবায়ক আবুল খয়ের তালুকদার, সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল আল আজাদ, সদস্য কাশেম আখঞ্জী, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদ হোসেন, ইউপি সদস্য ইয়াছিন মিয়া প্রমূখ।
অপরদিকে ভীমখালী ইউনিয়নের তেরানগর গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফজলুল করিম ও আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানাজার মোঃ মোকেমুল হাকিম, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, জেলা পরিয়দের সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল মুকিত চৌধুরী, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্দু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমূখ। পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, শান্তিপুর গ্রামে ১১১টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে, এতে প্রায় ৩৯ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয় হয়েছে। তেরানগর গ্রামে ১৬২টি পরিবারের মধ্যে সংযোগ প্রদান করা হয়। এতে প্রায় ৫০ লক্ষ ৮৩ হাজার ৫শত টাকা ও সুজাতপুর গ্রামে ১৬৭টি পরিবারের মাঝে সংযোগ প্রদান করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৪৮ লক্ষ ৩০ হাজার টাকা। সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ আহবায়ক আবুল খয়ের তালুকদার ও সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি করুনা সিন্ধু তালুকদার, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ জহিরুল হক তালকদার, আসাদ আল আজাদ, আবুল কালাম সরকার, জেলা যুবলীগ সদস্য আবুল আজাদ, যুবলীগ নেতা শিরিন তালুকদার, ইমরান, কাশেম আখঞ্জী, কামরুল ইসলাম আলমগীর, ছাত্রলীগ নেতা আলমগীর, আরিফ আলম লিমন প্রমূখ।