শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
কে এম তাহমিদ হাসান, দক্ষিণ সুরমা (সিলেট) সংবাদদাতা: ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলার আগামী ১১ই আগষ্ট আহুত কাউন্সিলকে সামনে রেখে এবং কাউন্সিল পুর্ববর্তী কর্মসুচির অংশ হিসাবে শুক্রবার বাদ আছর সিলেট চন্ডিপুলস্থ নিয়ামাহ টাওয়ারের ওয়াদী রেষ্টুরেন্টে উপজেলার অন্তর্গত ৩নং তেতলী ইউনিয়ন ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের সাথে উপজেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটির এক জরুরী মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় সর্ব সম্মতিক্রমে তেতলী ইউনিয়ন ছাত্র জমিয়তের আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করে আগামী এক মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে যারা রয়েছেন তারা হলেন ১/ আহবায়ক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ২/ যুগ্ম-আহবায়ক মোহাম্মদ জাসান আহমদ, ৩/ সদস্য সচিব মোহাম্মদ ইকরাম হোসাইন, বাকি সদস্যবৃন্দ হলেন, ৪/ হাফিজ আব্দুল হামীদ, ৫/ হাফিজ লুৎফুর রহমান, ৬/ মোহাম্মদ ইসমাইল আহমদ ও ৭/ মোহাম্মদ তারেক আহমদ। উক্ত মতবিনিময় সভায় উপজেলা নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক এম রেজাউল করিম রাজু যুগ্ম আহবায়ক হাফিজ তাজুল ইসলাম, সদস্য সচিব কে এম তাহমীদ হাসান ও সদস্য মোহাম্মদ মামুনুর রশীদ প্রমুখ।