সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
মোঃ আবুল কালাম জাকারিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে ইউপি সদস্যসহ ব্যবসায়ীদের নিয়ে মৎস্যজীবি সমবায় সমিতি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ইউনিয়নের লক্ষীপুর নতুন পাড়া (চাটনী বিলপাড়া) মৎস্যজীবি সমবায় সমিতির সহ-সভাপতি টিটু রেজাউল করিম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফেনারবাঁক ইউপির উত্তর লক্ষীপুর মিলন মৎস্যজীবি সমবায় সমিতির অনেকেই অমৎস্যজীবী। সমিতির সদস্যদের মধ্যে ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, ব্যবসায়ী মনিরুল ইসলাম, শওকত আলম, নাজিম উদ্দিন, এমারুল, প্রবাল, নাসিম মিয়া, আব্দুল হাই, ঝিনুক মিয়া, স্বর্ণকার খোকন মিয়া, আব্দুল মোহামিন, ইউসুফ আল আজাদ, রতন মিয়া, আব্দুল মোমেন খোকন, নবেল দত্ত, সফিউল আলমসহ ১৫ জন অমৎস্যজীবি রয়েছেন। আবেদনে অমৎস্যজীবীদের বাদ দিয়ে প্রকৃত মৎস্যজীবিদের নিয়ে সমিতি গঠন করার জন্য অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে মিলন সমবায় সমিতির সভাপতি আব্দুল মোমেন খোকন বলেন, ‘আমাদের সমিতি গঠন করার আগে অফিস থেকে কয়েকবার তদন্ত করে গেছে। তাই সমিতির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। উপজেলা সমবায় কর্মকর্তা আবু তাহের বলেন, ‘সমিতির ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা যাছাই-বাছাই করে একটি লিখিত প্রতিবেদন দাখিল করার প্রেক্ষিতে এ সমিতির অনুমোদন দেওয়া হয়। লিখিত অভিযোগের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন, ‘জেলা সমবায়, জেলা মৎস্য, উপজেলা মৎস্য ও সমবায় অফিসারকে নিয়ে ওই সমিতির ব্যপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।