শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
সামিউল কবির, স্টাফ রিপোর্টার: সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত মেসার্স আজিম ট্রেডার্স (সার, বীজ, কীটনাশক) বিক্রেতার সাথে আইডিয়া/এসডিসি/সমষ্টি প্রকল্পের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মুদাহরপুর গ্রামের সবজিচাষি দলের সদস্যদের সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর, (সার ও কীটনাশক) অনুষ্ঠিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফিল্ড ফ্যাসিলিটেটর শ্যামলেন্দু দে, সালাউদ্দিন, আজিজুর রহমান। সমঝোতা চুক্তি স্বাক্ষর, চুক্তির কারণ, বাজার ব্যবস্থাপনা, কৃষি ক্ষেত্রে সার, বীজ, কীটনাশক-এর প্রয়োজনীয়তা বিষয়ে সার্বিক আলোচনা করেন আইডিয়া সমষ্টি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। এতে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন মুদাহরপুর সবজী দলের সভাপতি মোঃ মিষ্টু মিয়া, এলএসপি মোঃ আব্দুল মোমেন, এসসিএ ইয়াসমিন, আব্দুল বাকী প্রমূখ।
পরবর্তীতে মেসার্স আজিজ ট্রেডার্স-এর কর্ণধার মোঃ লুৎফুর রহমান বলেন, এ রকম চুক্তি বা যোগাযোগের ফলে হত দরিদ্র কৃষকদের সবজি চাষের ক্ষেত্রে আমরা সম্পৃক্ত হতে পেরে এবং তাদের কাজে সহায়তা প্রদান করতে পারব জেনে অত্যন্ত গর্বিত ও আনন্দিত বোধ করছি।