শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
মোঃ আবুল কালাম জাকারিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: জামালগঞ্জে ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ কমিটির আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকেলে জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে মুক্তিযোদ্ধা সন্তান মো: আলী আজগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান। সমাজকর্মী আলী আমজাদ-এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান জহির উদ্দিন, জালাল উদ্দিন, রেজাউল করিম, তাজুল ইসলাম, মো: আলাল, মো: আবুল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন দাবীদাওয়া ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটি গঠনের জন্য দিক নির্দেশনা মুলক আলোচনা হয়। জেলার প্রতিটি উপজেলায় ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ কমিটি গঠন করে আসন্ন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নির্বাচনে জেলার স্থায়ী বাসিন্ধা বীর মুক্তিযোদ্ধা মেধাবী, দক্ষ ও সুশিক্ষিত বীর মুক্তিযোদ্ধার হাতে জেলা কমান্ডের দায়ীত্ব অর্পণ করতে সকলকে সুসংঘটিত করার আহবান জানান। মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের বক্তব্যে বলেন, জামালগঞ্জের প্রবীণ জনপ্রতিনিধি, সফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এড. আসাদ উল্লাহ্ সরকারকে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার হিসেবে দেখতে চাই। তারা আরো বলেন, জামালগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার এড. আসাদ উল্লাহ্ সরকারের সময়ে মুক্তিযোদ্ধা কমান্ডের যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোন কমান্ডারের আমলে এমন উন্নয়ন হয়নি। এর ধারাবাহিকতা রক্ষায় আগামীতে আসাদউল্লাহ্ সরকারকে জেলা কমান্ডার হিসেবে দেখতে চাই।