সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
সামিউল কবির, স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম চিকারকান্দি বাজারে চিকারকান্দি ও কাড়ারাই গ্রামের ৩টি নবনির্মিত ব্রীজ উদ্ধোধন ও বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। রবিবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থয়নে ৩টি ব্রিজের উদ্বোধনী শেষে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে পঞ্চগ্রাম বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমি বাবা-মামার পরিচয়ে মন্ত্রী হই নাই। আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারা আমার মা-বাপ ও ভাই-বোন এবং আপনজন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নির্বাচনে হারবো না। তিনি বলেন, আমার সুনামগঞ্জে ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনে কাজ শুরু করেছি, আপনারা দেখেছেন অতীতেও অনেকে মন্ত্রী হয়েছেন, সরকার গঠন করেছেন কিন্তু সুনামগঞ্জের জন্য কিছুই করে যেতে পারেননি। অনেক এলাকায় নৌকা দোয়ারে থাকে, পায়ে হেটেও যাতায়ত করা যেত না, আজ সেই এলাকাদিয়ে গাড়ি চালিয়ে ২৪ ঘন্টা অনায়াশে যাতায়াত করতে পারছি। আর এ উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান মেম্বারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফয়জুল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়ির সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ড. রোয়াব উদ্দিন, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দুর রহমান, আব্দুস ছালাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর আলমসহ প্রমুখ।