শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমা (সিলেট) উপজেলা সংবাদদাতা: জমিয়তে উলামায়ে ইসলাম বাংললাদেশের সহযোগি অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন গতকাল শুক্রবার বিকাল ৩টায় স্থানিয় মোগলাবাজার আরিজা প্লাজার হল রোমে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি এম রেজাউল করিম রাজু’র সভাপতিত্বে এবং কে এম তাহমীদ হাসান ও মামুনুর রশীদের যৌত পরিচালনায় অনুষ্টিত অধিবেশনে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মী হাফিজ মিনহাজুর রহমান ওলী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (সাবেক এমপি), বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ছাত্র জমিয়তের কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শরীফ আহমদ শাহান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা খালিদ আহমদ, সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি হাফিজ ফয়েজ উদ্দিন, উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল কাদির, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজির উদ্দিন, ছাত্র জমিয়ত মোগলাবাজার ইউ/পি সভাপতি আব্দুর রহমান রুবেল, দাউদপুর ইউ/পি সভাপতি আহবাব হাসান সাজিদ, রেঙ্গা আঞ্চলিক শাখা সেক্রেটারি হাফিজ আবু সাইদ, তেতলী ইউ/পি সদস্য সচিব হাফিজ ইকরাম, ভার্থখলা জোন প্রতিনিধি তোফায়েল আহমদ, আঞ্চলিক শাখা নেতা রশীদ বিন সিরাজ, মুখতার বিন সিরাজ, কামরুল সিদ্দিকী, জিয়াউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার ভিবিন্ন ইউনিয়ন এবং আঞ্চলিক শাখার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা ছাত্র জমিয়তের আগামী দুই বছর মেয়াদী প্যানেল ঘোষনা করেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা খালিদ আহমদ।