শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
ইমরান হোসাইন চৌধুরী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে (জকিগঞ্জ-কানাইঘাট) জমিয়তের প্রার্থী বাছাই উপলক্ষে রবিবার বাদ মাগরীব কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা জমিয়তের দায়িত্বশীলদের সভা মাওলানা ফয়জুল হাসান খাদিমানীর সভাপতিত্বে শাহবাগ জামেয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় (১) ব্যাপক আলোচনা পর্যালোচনার পর অদ্যকার যৌথসভা প্রস্তাব করেছে যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে জমিয়তের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক সাহেব অথবা জমিয়তের উলামায়ে ইসলাম ইউরোপ শাখার সহ-সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হাফিয শাহবাগীকে জমিয়তের দলীয় মনোনয়ন প্রদান করা হোক। (২) উল্লিখিত দুইজন থেকে যে কোনো একজনকে কেন্দ্র মনোনয়ন দিলে উভয় উপজেলার সর্বস্তরের নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে তার বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। উল্লেখ্য মাওলানা ফয়জুল হাসান খাদিমানী সাহেবের প্রস্তাব আসলেও তিনি নির্বাচন করতে অসম্মতি জ্ঞাপন করায় উল্লিখিত দুইজনের ব্যাপারে উপস্থিত সবাই ঐক্যমত পোষণ করে জেলা জমিয়তের মাধ্যমে কেন্দ্রিয় জমিয়ত বরাবরে প্রস্তাব প্রেরণ করা হয়। উক্ত যৌথসভায় উভয় উপজেলার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওয়াদুদ, উপদেষ্ঠা কানাঘাট উপজেলা জমিয়ত; মাওলানা জাওয়াদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জকিগঞ্জ উপজেলা; মাওলানা নূর আহমদ ক্বাসেমী, সিনিয়র সহ-সভাপতি কানাইঘাট; মুফতি মাসউদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি জকিগঞ্জ; মাওলানা ইউসুফ খাদিমানী, সদস্য জেলা জমিয়ত; মাওলানা বিলাল আহমদ ইমরান, সাধারণ সম্পাদক জকিগঞ্জ; মুফতি ইবাদুর রহমান ক্বাসেমী, সাধারণ সম্পাদক কানাইঘাট; মাওলানা হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কানাইঘাট; মাওলানা ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জ; মাওলানা আমীর হুসেন, সভাপতি কানাইঘাট পৌরসভা; মাওলানা জামিল আহমদ, যগ্ম-সম্পাদক জকিগঞ্জ; মাওলানা হাফিজ হাবীব আহমদ, সাহেবজাদায়ে বায়ম্পুরিসহ উভয় উপজেলার অর্ধশতাধিক জমিয়তের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।