বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
শাব্বির আহমদ সরদার, করিমপুর (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সাকিতপুর প্রাথমিক বিদ্যালয় গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের কুইজ প্রতিযোগিতা পুরুস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন৷ রুবেল সরদারের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার তাপস কুমার রায়৷ বক্তব্য রাখেন সাংবাদিক সামসুল ইসলাম সরদার (খেজুর), আবুহানিফ চৌধুরী, সংগঠন সদস্য ডালিম সরদার, মহসিন সরদার, সাজিবুর সরদার। উপস্থিত ছিলেন আব্দুল শুকুর সরদার, সোয়েব সরদার, ফার্মাসিস্ট আল আমীন সরদার, রুহুল আমীন সরদার প্রমুখ৷ বক্তারা বলেন, শিক্ষার আলো যেন প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায় সে লক্ষ্যে কাজ করে যেতে হবে৷ সুশিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়৷ যে জাতি যত শিক্ষিত ঐ জাতি তত উন্নত। কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে মিনহাজ সরদার, ২য় স্থান সালমা খান, ৩য় স্থান নাহিয়ান সরদার। পরে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ হিসাবে কলম ও খাতা তাদের হাতে তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ৷