মৌলভীবাজার জেলা সংবাদদাতা: দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত এবং দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক ‘মাধবকুণ্ড’ অবশেষে সর্বসাধারণের জন্য ২০ আগস্ট রবিবার থেকে সীমীত পরিসরে উন্মুক্ত করে দেয়া হলো। সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে ২০ আগস্ট থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বড়লেখা বন বিভাগের কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, বর্তমানে পার্কটি ঝুঁকিমুক্ত। বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষা শেষে এর সংস্কার কাজ করা হবে। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মাধবকুণ্ড এলাকার টিলা ও রাস্তা দেবে যায়। ঝুঁকিপূর্ণ হওয়ায় গত ২২ জুন থেকে মাধবকুণ্ড ইকোপার্ক ও জলপ্রপাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।