মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
মোঃ আবুল কালাম জাকারিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জে ২৫ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর জামালগঞ্জ উত্তর সদরের উত্তর কামলাবাজে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গরু জবেহ করে গোস্ত বিতরণ করা হয়। বরারের মতই রুরাল এইড ফাউন্ডেশন এবারো বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল। অতিতেও তারা ক্ষতিগ্রস্তদের পাঁশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ প্রায় ১০০ শত পরিবারের মাঝে এই গোস্ত বিতরণ করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন সাচনা বাজার মাদরাসা শিক্ষক ও ফতেহপুর জামে মসজিদের খতীব মাওলানা মুফতি তৌহিদুল ইসলাম, কুকড়াপশি মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলী আকবর, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, মোঃ নুরু মিয়া, কাজী রশিদ আহমদ, নয়াহালট মাদরাসা শিক্ষক মাওলানা দিলোয়ার হোসাইন, জামালুল কোরআন হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাঃ মাওলানা কামালউদ্দিন, ইউসুফ কাজী, মৌলভী আবুবকর সিদ্দিক, মৌলভী আফাজ উদ্দিন, মঈনুল ইসলাম মোহন, আব্দুল্লাহ আল মামুন, খাদিমুল ইসলাম, জনি, রনি প্রমুখ। গরিবদের হাতে হাতে গোস্ত তোলে দিতে পেরে রুরাল এইড ফাউন্ডেশনের তারা খুবই আনন্দিত। তারা জানান ঈদুল আযহার আগেই আমরা বরাবরের মত কিছু ঈদ উপহার গরিবদের হাতে তোলে দেব ইনশাআল্লাহ। কোরবাণির দিনেও গরিবদের জন্য উক্ত গ্রামে আলাদা কোরবানি দেয়া হবে। যা আমরা প্রায় সময়ই দিয়ে থাকি। গরিবদের পাশে থাকা তাদের সেবা করাই আমাদের রুরাল এইড ফাউন্ডেশন জামালগঞ্জের উদ্যোশ্য। আল্লাহ যেন আমাদের মেহনতকে কবুল করেন ও সব সময় এই খিদমাত করতে পারি সকলের দোয়া চাই।