শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : গতকাল শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা শায়খ আব্দুল বছিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি আল্লামা যিয়া উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদিস আব্দুর রব ইউসুফি, সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার কাউন্সিলে নব নির্বাচিত কমিটির দায়িত্বশীলবৃন্দরা হলেন সভাপতি (পুনরায় নির্বাচিত) প্রিন্সিপাল শায়খ আব্দুল বছির, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দীন, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আবুল ফজল। সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সহ-সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা আলীনূর বিশ্বম্ভরপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছালিম কাসেমী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা তায়েফ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহসহ ৬১ সদস্য বিশিষ্ট জেলা জমিয়তের ৩ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।।