শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার/আবিদুর রহমান: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ ক্ষমতাসীন সরকারের উদ্দ্যেশে বলেছেন, পার্শ্ববর্তী দেশ আরাকানে যেভাবে মুসলিমদের ওপর জুলুম-নির্যাতন চলছে; বিশ্ব বিবেক আজ নীরব থাকলেও আমরা জাতিতে মুসলিম হিসেবে নীরব থাকতে পারিনা। আজকের বিশ্ব মোড়ল আমেরিকা নীরব থাকায় আরাকান রাজ্যে যে নির্মম নির্যাতন-নিপীড়ন চলছে, তা সাধারণ মানুষের বিবেককেও নাড়া দিয়েছে। তাই বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে দাবি জানাই সীমান্ত খুলে আমাদের নিরীহ ও নির্যাতিত-নিপীড়িত ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রয়োজনে আমরা তাদের ভরণ-পোষণের দায়িত্ব নেবো। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শাল্লায় জমিয়তের উদ্যোগে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাাদক মাওলানা মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসিমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা ইমরান হোসাইন, দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমান প্রমুখ। অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আজমল হোসাইন, মাওলানা বশির আহমদ, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা ইউনুস মিয়া প্রমুখ।
পরে মাওলানা ইমরান হোসাইনকে সভাপতি ও মাওলানা নাজমুল হাসান জাহিদকে সাধারণ সম্পাদক করে শাল্লা উপজেলা জমিয়তের কমিটি গঠন করা হয়।