মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাই ছাত্রকল্যান পরিষদের সাবেক সাধারন সম্পাদক আলাউর রহমান রনি জন্মদিনের ভালবাসায় সিক্ত হলেন নিজ এলাকায় ০৫/০৯/২০১৭ ইং মঙ্গলবার ছিল রনির জন্ম দিন। রনিকে চমকে দিল জগদল গ্রামের রাজনৈতিক সমাজ। প্রথমে তাকে মটর সাইকেল দিয়ে মহরা দেয় কয়েকটি রাজনৈতিক সংগটন পরে সন্ধ্যায় স্হানীয় জগদল বাজারে মোম জ্বালিয়ে কেক স্বাজিয়ে তাকে অভাক করে দেয়া হয়। এ সময় উপস্হিত ছিলেন দিরাই উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সালমান হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আহমেদুল হক সুবাস, শামীম আহমদ, জাকির হোসেন, সাদিকুর রহমান, আংগুর আল হাসান, জগদল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহমুদুল হক স্বপন, নাদিম মাহমুদ, আল আমিন, দিরাই উপজেলা ছাত্রদল প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, রুম্মান, হাসান, শাহাব উদ্দিন, রেজাউল, আবদাল হোসেন, জুনেদ, কামরান, মিসলুসহ আরো অনেকে।এ সময় রনি বলেন, আমাকে সবাই এভাবে চমকে দিবে আমি ভাবতে পারিনি সবাইকে অনেক ধন্যবাদ জানাই, আমার জন্য সবাই দোয়া করবেন সারা জীবন যাতে এভাবে তোমাদের ভালবাসার পাত্র হয়ে থাকতে পারি। ধন্যবাদ জানাই ছোট ভাই সাংবাদিক মাহমুদুল হক স্বপনকে, কারন আজ সম্পুর্ন আয়োজন তার দ্বারাতে হয়েছে।