মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
শাব্বির আহমদ সরদার, করিমপুর (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিটি গ্রামেই কোনো না কোন রাতে চুরির ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গতরাতে উপজেলার করমিপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের টিপু মিয়ার চারটি ও একই পাড়ার আব্দুল হামিদ মিয়ার তিনটি গরু চুরি হয়েছে। কিছুদিন আগেও পার্শ্ববর্তী গ্রাম শ্রীনারায়নপুরের নজরুল ইসলামের দুইটি গাভি ও একই গ্রামের গিয়াস উদ্দিন মিয়ার দুইটি বলদ চুরি হয়। জানা যায়, বৈশাখের পর থেকে এ বৎসর গরু চুরির ঘটনা ব্যাপক হাড়ে বৃদ্ধি পেয়েছে। গরু চোর নিয়ে কৃষকদের মাঝে সব সময়ই এক ধরণের ভয় কাজ করছে। এর মাঝে চোরের আতংকে অনেকেই গরু বিক্রি করে দিয়েছেন। সরেজমিনে দেখা যায়, শ্রীনারায়নপুরের অনেক মানুষ রাতে না ঘুমিয়ে গরু ঘর পাহারা দিচ্ছেন। কৃষকেরা প্রশাসনের প্রতি দাবি, যে তারা যেন চোরগুলোকে চিহ্নত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন। অন্যথায় চোরের জ্বালাতনে মানুষের জন্য গরু পালন করা হুমকি হয়ে দাঁড়াবে।