শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
মায়ানমারে রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে জকিগঞ্জ চৌধুরী বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মায়ানমারে রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে জকিগঞ্জ চৌধুরী বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জিয়াউর রাহমান, স্টাফ রিপোর্টার: বর্তমান বিশ্ব খুন, সন্ত্রাস, অপরাধের কলুষিত নর্দমায় নিমজ্জিত। বিশ্ববিবেক কালো চশমা পরে নির্বাক হয়ে রয়েছে। চলছে গদি বাঁচানোর উদ্দেশ‍্যে ধর্মের নামে হত‍্যাযজ্ঞ, যার বাস্তব উদাহরন মায়ানমার। বিবেকের দ্বারে কয়েকটি কথা কড়া নাড়ে–আমি রোহিঙ্গা, আমিও মানুষ, আমারও বাঁচার অধিকার রয়েছে। মারছো কেন আমায়? ২০১২ সাল থেকে মায়ানমারের বিভিন্ন রাজ‍্যে চলছে রোহিঙ্গা মুসলিম হত‍্যাযজ্ঞ। কিন্তু এবছর তার রূপ ধারণ করেছে আরো ভয়ানক। যার প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠন থেকে শুরু করে সাধারন মানুষ সহ বিভিন্ন বুদ্ধিজীবিগন। এই রোহিঙ্গা মুসলিম হত‍্যার বিরুদ্ধে আজ আল্লামা শায়খ আব্দুল গণী রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে চৌধুরী বাজার, জকিগঞ্জ, সিলেট একটি প্রতিবাদ সভা ও ত্রান তহবিল সংগ্রহের আয়োজন করা হয়। সভায় হাজারো মানুষের উপস্থিতে হাফিজ আসলাম উদ্দীন হেলালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাওলানা সিদ্দিকুর রাহমান, নির্বাহী মুহতামিম জামেয়া মুহাম্মদিয়া হাড়িকান্দী সিলেট, মুফতি হামিদুর রাহমান সাহেব জাদায়ে শায়খে হাড়িকান্দী রহ., মদীনাতুল উলুম জামুরাইল মাদ্রাসার নাজিমে তালিমাত হাফিজ মাওলানা জিয়াউর রহমান, ডাক্তার হুসেন রাজা, সাংবাদিক রহমত আলী হেলালী, কফিল মেম্বার, ফারুক মেম্বার, মজলিশ নেতা আব্দুল হামিদ, মাওলানা মাসুম আহমদ, আব্দুল আহাদ মুন্না প্রমুখগণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com