রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেটভিউ প্রতিনিধি ও আমার সুরমা ডটকমের স্টাফ রিপোর্টার তরুন সাংবাদিক সামিউল কবির এক সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া নিবাসী সামিউল কবির সাংবাদিকতার পাশাপাশি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীও করেন। ২৩ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টার দিকে তাহিরপুর যাবার জন্য উনার নিজ বাসা শান্তিগঞ্জ থেকে বের হন। সুনামগঞ্জ গামী একটি সিএনজিতে উঠে পড়েন আর জানীগাও পৌছামাত্র বিপরীত মুখ থেকে আসা মোটর বাহকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে সিএনজিটি রাস্তা উপর উল্টে গিয়ে একমাত্র যাত্রী সামিউল কবির এর উপর আছড়ে পড়ে, আর অল্পের জন্য প্রাণে বেঁচে যান ও কিছুটা আহত হন তরুন সাংবাদিক সামিউল কবির। পরে স্থানীয়দের সহযোগীতায় চিকিৎসা শেষে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে বেড রেষ্টে কাটছে তার দিনকাল।