শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একতা ছাত্র সংঘের উদ্যোগে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এক প্রতিকী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হ্য়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় সুমন মজুমদারের পরিচালনায় ও উপজেলা উদীচী’র সভাপতি শ্যামল দেব এর সভাপতিত্বে এক প্রতিকী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক ফয়ছল আহমেদ, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সুলেমান কবির, সভাপতির বক্তব্যে শ্যামল দেব বলেন, “সূচীকে নোবেল দেওয়ায় নোবেল প্রাইজ বিতর্কিত হয়েছে, নোবেল কমিটির কাছে এ পুরস্কার প্রত্যাহারের দাবি জানাই” এছাড়া উপস্থিত ছিলেন একতা ছাত্র সংঘের সদস্য সায়েক আহমেদ, হাম্মাদ সাদী, আবু খালেদ, বায়েজীদ, সুব্রত দাশ ও এলেমান আহমেদ প্রমুখ।