শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুরে আব্দুছ ছাত্তার মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিশ^ম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে আব্দুছ ছাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি বিশ^ম্ভরপুর মডেল স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরন বিতরন করেন মরহুম আব্দুছ ছাত্তার মাস্টারের ৩য় ছেলে মেজর মাহফুজুর রহমান সবুজ। শিক্ষা উপকরণ বিতরণকালে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেজর মাহফুজুর রহমান সবুজ বলেন, এন্ড্রয়েড মোবাইল, অস্ত্র এবং মাদকের চেয়েও ভয়ংকর, তাই প্রতিটি শিক্ষার্থীকে সচেতন হতে হবে। শিক্ষকতা পেশা বহিঃবিশে^ সবচেয়ে সম্মানিত পেশা এবং তাদেরকে বেতনও সবচেয়ে বেশি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ^ম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাস্টার, সূধী সমাজের প্রতিনিধি আলমগীর আলম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, সাংবাদিক শফিউল আলম প্রমূখ।