শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
টুকেরবাজার-লালপুর ভাষা সড়ক ও সলফ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: নৌকা স্বাধীনতার প্রতীক, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনরার নৌকা মার্কায় ভোট দিন। নৌকা প্রতীকে ভোট দিলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। নৌকা প্রতীক মানে উন্নয়ন, নৌকা প্রতীক মানে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আর এই শক্তিকে অব্যাহত রাখাতে হলে আগামী জাতীয় নির্বাচনের নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সলফ গ্রামবাসীর উদ্যোগে সলফ-সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সুনামগঞ্জের বাস্তবায়নে টুকের বাজার-লালপুর ভাষা সলফ ২ কিলোমিটার রাস্তা ৮৬,২৫,৯৯০ টাকা ব্যায়ে নির্মিত ও সলফ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান উপরোক্ত কথা বলেন। সলফ গ্রামের বিশিষ্ট প্রবীন মুরুব্বী হাজী লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, জেলা নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী রুবায়েত জামান, সহকারি প্রকৌশলী আব্দুল মালেক, সহকারি প্রকৌশলী হারুন অর রশিদ, ডা. চৌধুরী সাফায়েত জাহান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল গফ্ফার, যুগ্ম-সাধারণ সম্পাদক আবাব মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ, আফরোজ মিয়া, দিলদার হোসেন দিলীপ, পূর্ববীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, জেলা কৃষকলীগ সদস্য মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগ সভাপতি এ্যাড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, প্রচার সম্পাদক মতিউর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক শাকির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি নুর হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর আলম, ছাত্রলীগ সভাপতি রুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা আল মাহমুদ সুহেল, জাহিদুল ইসলাম, ইমরান আহমদ, ইউপি সদস্য আসাদ মিয়া প্রমুখ।
অপরদিকে বিকাল ৪টায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিহাতরণ, হরিনগর, মৌগাঁও, বাগেরকোনা ও কাবিলাখাই গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।