রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: আজ দিরাই উপজেলা জগদল ইউনিয়ন পরিষদ ভবনে ব্র্যাক আইডিপি সৌজন্য এক জেন্ডার সচেতনতা কর্মশালা সম্পন্ন করল জগদল ব্র্যাক আইডিপি ৭নং জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শীবলি আহমেদ বেগ-এর সভাপতিত্বে, ব্র্যাক এসএলজিপিও রফিকুল ইসলাম-এর পরিচালনায় বক্তব্য ব্র্যাক দিরাই উপজেলা সমন্নয় কারী পারুল আক্তার, জগদল ব্র্যাক অফিস সমন্নয়কারী আবুল কাওসার, ইউপি সচিব মনমৎ রায়, উপজেলা ব্র্যাক কর্মী আতিয়ার রহমান, মাস্টার আব্দুস সুবহান, জগদল মহাবিদ্যালয় মেনেজিং কমিটির সদস্য হাজ্বী ড, বজলুন্নূর, কাজী ফিরোজ আলী, আফসার উদ্দিন, ১নং ওয়ার্ড মেম্বার ও প্যনেল চেয়ারম্যন নুর আলম, রওশন আজম মেম্বার, হেলাল আহমদ মেম্বার, আব্দুল বাছিত মেম্বার, আতাউর রহমান মেম্বার, সংরক্ষিত সদস্য ফিরুজা বেগম, তুলনা আক্তার, ব্র্যাক কর্মী আশরাফ আহমদ, গোপাল কুন্ডো, তথ্যসেবা উদোক্তা দবির আহমদ, ফয়জুল হক, ইরা মিয়া, হাঙ্গার প্রজেক্ট সমন্নয়কারী জিলানী, সাব্বির আহমদ।