শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: ‘ইসলামিক রিলিফ বাংলাদেশ’ আয়োজিত মা ও শিশু সমাবেশে বক্তারা বলেন, এতিম শিশুরা সমাজের বুঝা নয়, সমাজের একটা অংশ। তাদেরও সুন্দর জীবন যাপনের অধিকার রয়েছে। তাদের দিকে ঘৃণার দৃষ্টিতে না থাকিয়ে সহানুভুতির দৃষ্টিতে থাকান, দেখবে তাদের মধ্যেও রয়েছে প্রতিভা। আসুন এতিমদের নিজের সন্তানদের মতো করে দেখি। ফলে তাদের মধ্যে থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে। তাই আমাদের উচিত এতিমদের প্রতি সহানুভুতির হাত প্রসারিত করা। এতিম শিশুদের মাঝেও আছে প্রচুর প্রতিভা, একটু সুযোগ পেলে তারাও নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। তাই এতিমদের সুশিক্ষার পথ সুগম করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সোমবার বিকেলে ইসলামিক রিলিফ বাংলাদেশ আয়োজিত মা ও শিশু সমাবেশে বক্তারা এসব কথা বলেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়ার সভাপতিত্বে ও ইসলামিক রিলিফ দিরাই ফিল্ড অফিসার নাজমুল হাসানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক রিলিফের সুনামগঞ্জের প্রোগ্রাম অফিসার শাহ্ শাহিদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিরঞ্জন দাস, চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাস, পৌর কাউন্সিলর হেলেনা বেগম, মাধবী রানী দে। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফের শাহজাহান সিরাজ ও মাকসুদা চৌধুরী প্রমুখ।