মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন সংবাদদাতাঃ সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী,সিলেট ল’কলেজের সাবেক ভিপি,সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেছেন- নৌকা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার ও স্বাধীনতার প্রতীক, নৌকা হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌম রক্ষার প্রতীক , জননেত্রী শেখ হাসিনা অরাজনৈতিক কোন ব্যাক্তির হাতে নৌকা প্রতীক তুলে দিবেন না, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃত পেয়েছে। আওয়ামী লীগের উন্নয়নের ছোয়া আজ গ্রামাঞ্চলের এসে গেছে। তিনি বলেন- আমি দেশ ও জনগনের উন্নয়নে জন্য কাজ করতে চাই, মানুষের কল্যানে জন্য রাজনীতি, দুর্নীতি করার জন্য রাজনীতি হতে পারেনা । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কৃষক ,জনতা,বুদ্ধিজীবি,মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য পাকিস্থানীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল । ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বীরমুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছে, আমার আপন ভাই এদেশের জন্য প্রাণ দিয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ও জাতির স্বার্থে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে দলের হাল ধরে দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে । তিনি বলেন- উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আবার ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী শেখ হাসিনা নেত্রীত্বে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে । তিনি বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বিশ্বাস করি, তার নীতি আদর্শকে বুকে ধারন করে আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছি ।আগামীতে আমাকে সুযোগ দিলে দিরাই-শাল্লার খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাবো। তিনি আরো বলেন-প্রতিনিধি হয় জনগনের খেদমত ও সেবা করার জন্য জনপ্রতিনিধি হইতে গেলে রাজনীতি করতে হয়। রাজনীতি করতে গেলে রাজনীতি চর্চা রাজনীতির চিশ্ট্রচার থাকতে হয়। অরাজনৈতিক ব্যাক্তিদের দিয়ে দেশের উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাওয়া সম্ভব নয়। ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে আসছি, জেল খেটেছি মার খেয়েছি তারপরেই জননেত্রী শেখ হাসিনার একজন রাজনৈতিক কর্মী হতে পেরেছি। আপনাদের দোয়া এবং আর্শীবাদ যদি আমার সাথে থাকে আমাকে ইন-শাআল্লাহ আপনাদের কল্যাণে কাজ করে যাবো। শনিবার বিকেলে দীতপুর মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন উপস্থিত ও বক্তব্য রাখেন কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তফাজ্জল হোসেন, কুলঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাদ মিয়া,দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সুরিয়ার পাড় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমির উদ্দীন, তাতীলীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নোমান আহমদ, জেলা শাখার সহ সভাপতি আব্দুল মোমিন, শ্রমিকলীগ নেতা এনামুল হক লিলু, সুনামগঞ্জ হাওর উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক খালেদ আহমদ, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম মান্না, হাতিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুহেল আহমদ, প্রফেসর সফিকুল ইসলাম, বোয়ালিয়া বাজার কমিটির সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য আঃ আলী, কুলঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমদ, কমিউনিটি নেতা আবু সালেহ, বঙ্গবন্ধু পরিষদের নেতা রাজা মিয়া , নুরুল কাইয়ুম ফুল মিয়া,আব্দুল হাফিজ,নৌশাদ মিয়া,আংগুর মেম্বার,হারিশ মিয়া,ছামান মিয়া,সাংস্কৃতিক জোট নেতা আখলাক হোসেন, বেলায়েত হোসেন, জাহেদ হাসান, শিপন মিয়া,ফজলুর রহমান. মৌলানা আব্দুল কাইয়ুম জালালী, যুবলীগ নেতা ছুরি মিয়া, জুয়েল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবেদ আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে অ্যাডভোকেট সামসুল ইসলাম বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ, ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়, সুরিয়ারপাড় মাদ্রাসা, দীতপুর, বোয়ালিয়া বাজারে মতবিনিময় ও গণসংযোগ করেন।