শনিবার, ০৫ Jul ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর লন্ডন মহানগর জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত হত্যার হুমকির শিকার শান্তিগঞ্জ প্রেসক্লাব সদস্য, থানায় জিডি
জ্ঞানভিত্তিক সমাজ ও আলোকিত ছাতক গঠনে সুজন মিয়া ছিলেন আলোকবর্তিকা: অলিউর রহমান চৌধুরী বকুল

জ্ঞানভিত্তিক সমাজ ও আলোকিত ছাতক গঠনে সুজন মিয়া ছিলেন আলোকবর্তিকা: অলিউর রহমান চৌধুরী বকুল

চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতক উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, শিক্ষানুরাগী মরহুম সুজন মিয়া চৌধুরী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল শনিবার ১১ নভেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, ছাতক উপজেলার উন্নয়নের সাথে সুজন মিয়া চৌধুরীর নাম একসুত্রে বাঁধা। জ্ঞানভিত্তিক সমাজ ও আলোকিত ছাতক গঠনে সুজন মিয়া চৌধুরী ছিলেন এখানের আলোকবর্তিকা। একজন দক্ষ ব্যবসায়ী হিসেবে এখানের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে তার ভুমিকা ছিল অনন্য। বিচারিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী হিসেবে তিনি ছিলেন একজন অসাধারন প্রতিভার অধিকারী। তিনি এখানের সকল ধর্ম-বর্ণের মানুষের প্রানপুরুষ ছিলেন। উপজেলা চেয়ারম্যানের দায়িত্বকালীন সময়ে তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরকে জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম হন। অসীম গুণের অধিকারী সুজন মিয়া চৌধুরী আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন। উপজেলা পরিষদ থেকে প্রতিবছর সুজন মিয়া চৌধুরীর নামে একটি বৃত্তি পরীক্ষা চালু করার প্রস্তাব করেন অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ছাতকের সহকারী কমিশিনার (ভুমি) সোনিয়া সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রবীন রাজনীতিবিদ আব্দুল ওদুদ, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান ছালিক মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড পীযুষ ভট্টচারয্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, অ্যাড. ছায়াদুর রহমান সায়াদ, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, উপজেলা মসজিদের ইমাম মাওলানা নুরুল হক প্রমুখ। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, প্রকৌশলী আবুল হোসেন মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুদ সিদ্দিকী, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, প্রধান শিক্ষক হারাধন তালুকদার, নিত্যরঞ্জন দাস, সাবেক ইউপি সচিব সুকেশ রঞ্জন পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর সভাপতি মহন্ত রায়, মরহুমের নাতী নুরুজ্জামান চৌধুরী সম্রাট, ময়না মিয়া মেম্বার, নুরুল হক মেম্বার, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, শাহ ইলিয়াস, জয়নাল আবেদীন, কৃপেশ চন্দ, শ্রমিক নেতা দিলবর আলীসহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন। সভার শুরুতে মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের উপর লিখা স্মরনীকা পাঠ করেন ক্রীড়া সংস্থার সেক্রেটারী শিমুল দত্ত ময়না। সভা শেষে দোয়া পাঠ করেন মাওলানা নুরুল হক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com