শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
অবাক করা কাণ্ড! নিউইয়র্কে ‘হাওয়া ভবন’র মুখপাত্র যা বললেন

অবাক করা কাণ্ড! নিউইয়র্কে ‘হাওয়া ভবন’র মুখপাত্র যা বললেন

আমার সুরমা ডটকম ডেস্কবহুল আলোচিত/সমালোচিত ‘হাওয়া ভবন’র মুখপাত্র এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারি প্রেস সেক্রেটারি আশিক ইসলাম বলেছেন, ‘আপনারা যে হাওয়া ভবনের নাম শুনেছেন, আমি সেই ভবনের মুখপাত্র ছিলাম। আমাদের অফিসের একটা সিস্টেম ছিল, অফিসে থাকাকালে নামাজের সময় হলেই জামাতে নামাজ পড়তে হতো। আমরা সবাই বেতনভুক্ত কর্মচারি ছিলাম। একবার আমার বেতন এনে দেখলাম যে, আড়াই হাজার টাকা কম। এ সময় আমাদের একাউন্ট্যান্ট বললেন যে, স্যার (তারেক রহমান) আমাকে দেখা করতে বলেছেন। সে অনুযায়ী, কিছুক্ষণ পরই আমি তারেক রহমান সাহেবের রুমে গেলাম। তিনি জানতে চাইলেন বেতন পেয়েছি কিনা। তাকে বললাম, জ্বি। তিনি বললেন, সব ঠিক আছে? আমি বললাম, না, আড়াই হাজার টাকা কম পেয়েছি। সে সময় তিনি খাতা খুলে দেখলেন যে, আমি ঐ মাসে ৫ ওয়াক্ত নামাজ পড়িনি। এজন্যে তিনি বেতন কেটে রাখেন।’
আশিক বলেন, ‘উনি আমাদের সব সময়ই একটা কথা বলতেন যে, যে অবস্থায়ই থাকো না কেন, নামাজটি পড়ো’।
আশিক উল্লেখ করেন, ‘আর এই তারেক রহমান আজ তথ্য সন্ত্রাসের শিকার, আওয়ামী লীগ এবং বামরা যেভাবে তাকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, সেই হিসাবে আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের উচিত মানুষের সামনে তারেক রহমানের পজিটিভ দিকগুলো তুলে ধরা।’
আশিক অভিযোগ করে বলেন, ‘ওরা (আওয়ামী লীগসহ বাম দলগুলো) জানে যে, তাদের প্রধান ও প্রথম প্রতিপক্ষ হচ্ছেন তারেক রহমান। এজন্যে, তাদের সমস্ত আক্রোশ তারেক রহমানের প্রতি।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে ১৯ নভেম্বর রোববার রাতে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে কেক কাটার অনুষ্ঠানে আশিক ইসলাম এসব কথা বলেন।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে হাটবাজার পার্টি হলের এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও কন্ঠশিল্পী বেবী নাজনীন। বেবী বলেন, ‘তারেহ রহমান ইজ এ্যা ব্র্যান্ড। আগামী দিনের রাষ্ট্রনায়ক। তার বিরুদ্ধে যত প্রতিক’লতাই সরকার তৈরী করুক না কেন, তিনি বীরের বেশেই বাংলাদেশে ফিরবেন।’
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি জিল্লুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত এ আলোচনা শেষে ‘শুভ শুভ শুভদিন-তারেক রহমানের জন্মদিন’ স্লোগানে অংশ নেন বিএনপি নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, মোহাম্মদ বশির, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, গোলাম ফারুক শাহীন, আনোয়ারুল ইসলাম, আজাদ বাকির, আলহাজ্ব আবু তাহের, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন এবং সেক্রেটারি সুরুজ্জামান, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি ও বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
এদিকে, ৫৩তম জন্মদিন উপলক্ষে ‘তারেক রহমান আন্তর্জাতিক পরিষদ’র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও মার্কিন ধারার ব্যবসায়ী-নেতা আকতার হোসেন বাদল এবং মহাসচিব জসীমউদ্দিন একযুক্ত বিবৃতিতে বলেছেন, ‘ক্ষমতাসীন সরকার ক’ট-কৌশল চালাচ্ছে তারেক রহমানকে নির্বাচনে অযোগ্য করার জন্যে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তেমন ষড়যন্ত্রকে গ্রহণ করবে না। সময় হলেই দুর্বার আন্দোলনে ভেসে যাবে সকল ষড়যন্ত্র।’ সূত্র: এনআরবি নিউজ, নিউইয়র্ক

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com