শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
শফিউল আলম, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষন ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্থান পাওয়ার মাধ্যমে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য স্বীকৃতি লাভ করায় ও অসামান্য অর্জনের শোকরিয়া হিসেবে বিশ্বম্ভরপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ নভেম্বর সকাল ১০টায় উপজেলা নিবার্হী অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকতা সরুয়ার আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি কর্মকতা মিল্টন পাল, উপজেলা আ.লীগ সভাপতি বেনজীর আহমেদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন, সাব-রেজিস্ট্রার অর্পা বনিক, ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম (মাস্টার), ফহেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ চেধৈুরী জালাল উদ্দিন মোর্শেদ রুমি, আনসার বিডিপির ভারপ্রাপ্ত কর্মকতা মাহবুবুর রশিদ প্রমুখ। আলোচনা শেষে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্যে কুইজ ও প্রাথমিক শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।