সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটি পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোঃ নূরুল আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক আবুতাহের তালুকদার, শামছুল হক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোকবুল হোসেন আফিন্দী, সদস্য গোলাম হোসেন, মোহাম্মাদ আলী, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগের সভাপতি মোঃ শিরিন তালুকদার, উত্তর ইউপি শ্রমিক লীগের আহবায়ক গাউসে আজম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাজত আলী তালুকদার প্রমূখ। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণে জাতির জনক শেখ মজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ভাইকে আবারও এমপি হিসাবে দেখতে চাই। জেলা শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোবিনের সুযোগ্য নেতৃত্বে শ্রমিক লীগ একটি শক্তিশালী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। ভীমখালী ইউপি শ্রমিকলীগ ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এতে আহবায়ক মোঃ বাবুল মিয়া, যুগ্ম-আহবায়ক আলী হোসেন, প্রদুত কুমার চন্দন ও সদস্য সচিব আজিবুর রহমানকে নিয়ে উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়।